সেরা ৫টি টেলিগ্রাম বট ২০২৪

ADMIN

টেলিগ্রাম কি বা টেলিগ্রাম বট কি জিনিষ — এগুলা লিখে সময় নষ্ট করবো না, এগুলো সকলের ই জানা। আমি একটি সিরিজ তৈরি করতে চাচ্ছি, যেখানে ৫টি সেরা টেলিগ্রাম বট শেয়ার করবো এবং বিশ্বাস করুন ব্রোস এই টেলিগ্রাম বট গুলো এতোটা ই ম্যাজিকাল ভাবে কাজ করে যে চিন্তার বাইরে।

এমন কিছু টেলিগ্রাম বট রয়েছে, যেগুলোর কারণে আমি ফুল অ্যান্ড্রয়েড অ্যাপ আন ইনস্টল করে দিয়েছি। কারণ? You just don’t need them anymore  তো দেরি কিসের? সময় অনেক দামি জিনিস রাইট?

Functions Robot V2

অসংখ্য কাজের সব অনলাইন টুলস মাত্র একটি টেলিগ্রাম বটে 
এই লিস্টে প্রথম স্থানে রাখছি Functions Robot V2 — এই টেলিগ্রাম বট টিকে। বট জাস্ট স্পিফিসিক কোন টাস্ক নয় বরং কয়েক প্রকারের কাজ একসাথে করতে পারে। যেমন – যেকোনো ওয়েবসাইটের লিংক শর্ট করা, কিউআর কোড রিড করা এবং আপনার জন্য নতুন কিউআর কোড তৈরি করে দেবে। যেকোনো ম্যাসেজ এনক্রিপ্ট করা বা ডিক্রিপ্ট করা। ডাইরেক্ট এই চ্যাট বট থেকে ট্রান্সলেশন করতে পারবেন, যেকোনো টেক্সট থেকে ভয়েসে কনভার্ট করতে পারবেন এবং ভয়েস ডাউনলোড করে নিতে পারবেন। পেস্ট বিন হিসেবে ব্যাবহার করতে পারবেন, ফাইল আপলোড করতে পারবেন, আবার এর মধ্যে ডোমেইন টুলস রয়েছে মানে ডোমেইন এর হুইজ চেক করতে পারবেন সার্ভারে পিং করতে পারবেন। আরো কত কি?

জাস্ট নিচের বাটন লিংক থেকে বট টি টেলিগ্রামে ওপেন করুন, আর একেকটা ফিচার এক্সপ্লোর করতে থাকুন। সিঙ্গেল একটা চ্যাট বট থেকে এতো অসংখ্য কাজের টুল একসাথে পেয়ে যাওয়া সত্যিই অনেক হ্যান্ডি ব্যাপার। আরো বলতে ইচ্ছা করছে, এই বটে পাসওয়ার্ড জেনারেট করা যায়, আমার ফেভারিট পার্ট হচ্ছে পিকচার আপলোড করে সেটা দিয়ে স্টিকার তৈরি করা যায়। এমন কি যেকোনো ওয়েবসাইট এর স্ক্রীনশট পর্যন্ত নেওয়া যায়! TBH, You have to try this bot now!

AI Background Remover

যেকোনো ফটোর সাব্জেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন
মনে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ঝামেলার কথা? এক আমলে শুধু যারা অ্যাডবি ফটোশপে পারদর্শী ছিলো কেবল তারায় ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষমতা রাখতো। এরপরেও পারফেক্ট ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিলো খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। যাইহোক, এই অতীতের বিরাট চ্যালেঞ্জিং কাজ এখন এআই এর বদৌলতে এক ক্লিকের কাজ হয়ে দাঁড়িয়েছে।

আমি পূর্বে অ্যাডবি ওয়েবসাইট থেকে অফিসিয়াল টুল ব্যবহার করে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড আলাদা করতাম, কিন্তু যখন ডাইরেক্ট টেলিগ্রাম চ্যাট বট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব, তো কেউ কেন এতো কষ্ট করবে বলুন? টেলিগ্রামে অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভিং বট পেয়ে যাবেন, কিন্তু এই আর্টিকেলে শেয়ার করা বট আমার কাছে বেশি পারফেক্ট এবং ফাস্ট মনে হয়েছে। কীভাবে কাজ করে? খুবই সহজ, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেরা টেলিগ্রাম বট টিকে আপনার ইমেজটি পাঠিয়ে দিন, বট টি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাকে ফাইল আকারে ইমেজ টি সেন্ড করে দেবে। আর হ্যা, এই বট টি ট্র্যান্সপারেন্ট ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে।

iPopkorn Bot

যেকোনো মুভি, সিরিজ জাস্ট এক ক্লিকে ডাউনলোড করে নিন টেলিগ্রাম বট থেকেই
দেখুন, আমি নিষেধ করলেই তো আপনি আর পাইরেটেড মুভি ডাউনলোড করা বাদ রাখবেন না রাইট? এর থেকে বেটার আমিই আপনাকে মুভি আর সিরিজ সহজে জাস্ট টেলিগ্রাম বট থেকেই ডাউনলোড করা শিখিয়ে দেই। ২০২৩ সালের শেষ অলমোস্ট আর এই সময়ে এসেও যদি নানান আজেবাজে ওয়েবসাইট থেকে মুভি ডাউনলোড করতে গিয়ে পপ-আপ আর ভাইরাসের জ্বালায় ভোগেন তাহলে আজকেই এর শেষ দিন!

কিছুই করতে হবে না, এই বট ব্যাবহার করে বাচ্চারাও যেকোনো মুভি আর সিরিজ ডাউনলোড করতে পারবে। শুধু মুভি বা সিরিজের নাম সেন্ড করুন মুভি ডাউনলোড করার এই সেরা টেলিগ্রাম বট টির কাছে। এক সেকেন্ডেরও কম সময়ে বট টি আপনাকে উক্ত মুভির কতিপয় রেজুলেশন এবং নানান রিপের ফাইল খুঁজে বের করে এনে দেবে। এখন ইচ্ছা মতো একটি লিংকে চাপ দিয়ে ডাইরেক্ট টেলিগ্রাম থেকেই ডাউনলোড করে নিন, কাহিনি শেষ!

Dropmail.Me

সেকেন্ডেই টেম্পোরারি ইমেইল বানিয়ে ফেলুন আর ওটিপি গুলো পান সরাসরি টেলিগ্রামেই
বিশ্বাস করুন এই টেলিগ্রাম বট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের পর থেকে আপনি নিজেও হয়তো এটা প্রতিনিয়ত ব্যাবহার করবেন। আমি জানি অনলাইনে অনেক টেম্পোরারি ইমেইল তৈরি করার ওয়েবসাইট রয়েছে, সহজেই টেম্প মেইল তৈরি করে যেকোনো সাইটের সাইন আপ করে OTP পেয়ে যেতে পারেন। কিন্তু বিশ্বাস করুন এই কাজ সরাসরি টেলিগ্রাম চ্যাট বটের মাধ্যমে করার ফ্লেভারটাই আলাদা। ধপ করে আপনার প্রোডাক্টিভিটি যেন আকাশ ছুঁয়ে ফেলবে।

শুধু নিউ অ্যাড্রেস বাটনে ক্লিক করার সাথেই নতুন একটি ইমেল আপনাকে জেনারেট করে দেওয়া হয়ে। এবার যে সাইটে ইমেইল টি ব্যবহার করতে চান করুন। তারপরে ভেরিফিকেশন লিংক বা OTP কোড আপনি সরাসরি এই বটের ম্যাসেজ থেকেই পেয়ে যাবেন। আপনার জীবন কতোটা সহজ হয়ে গেলো বলুন?

Passport Photo Generator 

যেকোনো ফটো থেকে সরাসরি পাসপোর্ট সাইজ ফটো জেনারেট করুন
দুনিয়া কতোটা হাতের মুঠোই চলে এসেছে চিন্তা করে দেখুন। যে পাসপোর্ট ফটো আগে স্টুডিও তে গিয়ে উঠিয়ে ফটোশপ করে তারপরে হাতে পাওয়া যেতো সেটা এখন টেলিগ্রাম বট থেকে নিমিশে করে নেওয়া যাচ্ছে।

কিছুই করতে হবে না, জাস্ট পাসপোর্ট ফটোর সাথে মানাবে এমন একটা ফটো এই চ্যাট বটে সেন্ড করে দিন। ব্যাস আপনার ছবি থেকে ব্যাকগ্রান্ড রিমুভ করে একেবারে পাসপোর্ট সাইজে ফটো রিসাইজ করে আপনাকে ফাইল দিয়ে দেবে। ডাউনলোড করুন আর যেখানে দরকার ব্যাবহার করুন অথবা প্রিন্ট করে নিন। তবে হ্যা, ভালো কোয়ালিটি পাওয়ার জন্য আপনার ফটো টি অবশ্যই এটাচমেন্ট হিসেবে সেন্ড করবেন।


টেক চরকি কিন্তু এখন টেলিগ্রামেও রয়েছে। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। এতে এক্সক্লুসিভ সব টেক কন্টেন্ট পেয়ে যাবেন সবার আগে। তাছাড়া এরকম নতুন কোন আর্টিকেল পাবলিশ হওয়ার সাথে সাথেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন টেলিগ্রাম থেকে! সুতরাং দেরি না করে এক্ষুনি টেক চরকি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল টি জয়েন করুন!